Sun. Sep 21st, 2025
Advertisements

13kখোলা বাজার২৪, শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৬: টাইম মেশিনের কথা অনেক পড়েছেন। সিনেমাতে দেখেছেন। এছাড়াও আপনার কল্পনার জগতেই তো আপনি কতবার আগে পিছিয়ে ভাবেন। এবার বফিনস জানাচ্ছে, আজ থেকে ঠিক ১০০ বছর পর অর্থাৎ‍ ২১১৬ সালে কেমন হবে পৃথিবী। বলাইবাহুল্য সেই পৃথিবীর সঙ্গে নাকি আজকের পৃথিবীর কোনো মিলই থাকবে না।
২১১৬ সালে পানির নিচে থাকবে অনেক বাবল সিটি। এই শহরগুলো যেমন আকারে বড় হবে। তেমনই থাকবে অত্যাধুনিক সব রকম সুযোগ সুবিধা। শুধু তাই নয়, চাঁদে ঘুরতে যাওয়াটা তেমন কোনো ব্যাপারই থাকবে না।টহফবৎধিঃবৎ-থ-ধসরৎ-২-৪০০ী২৬৬
এই পৃথিবীর অনেক মানুষই বছরে একবার করে চাঁদে ঘুরতে যাবেন, লন্ডন কিংবা সিঙ্গাপুরের মতো করেই। মানুষ হলিডে কাটাতে যাবে চাঁদে। লোকের বাড়ি ঘরে থাকবে শুধুই থ্রি ডি পেইন্টিং। এমনি আঁকা জিনিস থাকবে। তারও কদরও থাকবে। কিন্তু লোকে পছন্দ করবে বেশি থ্রি ডি পেইন্টিংই।টহফবৎধিঃবৎ-থ-ধসরৎ-৩-৪০০ী২৬৬
গোটা পৃথিবীতেই অস্বাভাবিক রকমের বেড়ে যাবে মেগাস্ট্রাকচার। ১০০ তলা, দেড়শ তলা, বাড়ি এই পৃথিবীতে বেড়ে যাবে আজকের থেকে ৮ থেকে ৯ গুন বেশি। এখন যেমন রাস্তা-ঘাটে দশ বিশ তলা বিল্ডিং চোখে পড়ে ঠিক তেমনি একশ দেড়শ তলা বিল্ডিং সচরাচর চোখে পড়বে ২১১৬ সালে। মানুষ এতো বেশি আধুনিক হবে পেটে খাবার জুটুক অথবা না জুটুক, বাড়ি থাকুক অথবা না থাকুক, লোকের হাতে থাকবেই একটা মোবাইল ফোন।