Tue. Sep 16th, 2025
Advertisements

20kখোলা বাজার২৪, শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৬: রাজধানীর মোহাম্মদপুরে সন্ধান পাওয়া জঙ্গিদের বোমা তৈরির কারখানা থেকে জব্দ করা বোমা নিষ্ক্রিয় করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ের বি ব্লকের ২৮ নম্বরে আলহাজ মওলানা আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থেকে জঙ্গিরা সেখানে তাদের বোমা তৈরির কারখানা গড়ে তুলেছিল। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে বোমা তৈরির কারখানাটির সন্ধান পায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেখান থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
আজ শনিবার সকালে সেখান থেকে উদ্ধার করা হয় আরও বিপুল সংখ্যক বোমা ও বিস্ফোরক। এখনও অভিযানের পাশাপাশি চলছে বোমা নিষ্ক্রিয়করণ। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান সানোয়ার হোসেন জানান, দুপুর দুইটার পর থেকে বোমা নিষ্ক্রিয়করণের কাজ চলছে। ওই বাড়ির পাশের দুটি গলির একটিতে বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে এবং অপর গলিতে সেগুলো রাখা হয়েছে। গলিগুলোর মধ্যে জাকির ভিট সেন্টার গলিতে এ বোমাগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে বলেও জানান তিনি।
সানোয়ার হোসেন জানান, বিকেল চারটা পর্যন্ত আড়াই থেকে তিন কেজি ওজনের মাঝারি মাপের একটি বোমা ও ছোট একটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধারকৃত বোমাগুলোর মধ্যে ৫ থেকে ৭ কেজির ওপরে ওজনের বড় ৪/৫টি বোমা রয়েছে, যেগুলো এখানে নিষ্ক্রিয় করা হলে আশে-পাশের দালানগুলো ভেঙে পড়তে পারে।
তাই সেগুলো খালি জায়গায় নিষ্ক্রিয় করা হবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, ডিবির দক্ষিণ বিভাগের ডিসি মাশরুকুর রহমান খালিদ এবং তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।