Sun. Sep 21st, 2025
Advertisements

25kখোলা বাজার২৪, শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৬: ক্যাট-রণবীরের ব্রেক-আপের জন্য ক্ষতিপূরণ দিতে হতে পারে ‘জাজ্ঞা জাসুস’-এর। তাদের দুইজনের একসাথে করা এই ছবির শুটিং অনেক আগে শেষ হয়ে যাবার কথা থাকলেও এখনও অনেক কাজ পড়ে আছে। মনে হচ্ছে, এই সময় আরও দীর্ঘায়িত হতে পারে।
ভারতীয় একটি অনলাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যাটরিনা এখনও এই ছবির শুটিং শুরু করেন নি। এক্স-প্রেমিক যুগল ক্যাট-রণবীর একে-অপরের সাথে খুব ভালভাবে লড়াই করছেন। তাদের এই লড়াইয়ের কারণে সিনেমার কাজ চরমভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে।
রণবীর কাপুর গত দুইদিন ধরে শুটিং এর জন্য সেটে আসলেও ক্যাটরিনাকে গত দুইদিনের একদিনও দেখা যায় নি। তারা একে-অপরের সাথে কোন ধরণের কথা বলছেন না।
কাহিনী এখানেই শেষ নয়, ক্যাটরিনা জাজ্ঞা জাসুসের তুলনায় তার অন্যান্য প্রজেক্ট নিয়ে বেশি চিন্তিত। তিনি ‘বার বার দেখো’ সিনেমার শুটিং শুরু করেছেন।
ফিতুর ছবির প্রচারণার কাজ শেষ হবার পর ক্যাটরিনার জাজ্ঞা জাসুসে সময় দেয়ার কথা থাকলেও সে এই কাজ বাদ দিয়ে অন্য কাজে ব্যস্ত। আগামী ২২শে ফেব্র“য়ারী শুটিং এর জন্য তাদের মরক্কোতে যাবার কথা রয়েছে।
বিভিন্ন প্রতিবেদনের দাবি, রণবীরকে মনঃকষ্ট বুঝানোর জন্য ক্যাটরিনা এই পন্থা অবলম্বন করেছেন।–সুত্র: ইন্ডিয়া টিভি নিউজ।