Mon. Sep 15th, 2025
Advertisements

41kখোলা বাজার২৪, শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৬: বিতর্কিত ইউনিফেকশন চার্চের সদর দপ্তরে প্রায় তিন হাজার জুটির গণবিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উত্তর-পূর্বের গেপিইংয়ে এ বিয়ের আয়োজন করা হয়। তিন হাজার জুটির অনেকেই তাদের সঙ্গীর সঙ্গে মাত্র কয়েকদিন হলো পরিচিত হয়েছেন এবং তাদের মিলনে মূলত মুখ্য ভূমিকা পালন করেছে গির্জা কর্তৃপক্ষ।
১৯৬০ সাল থেকে নিয়মিতভাবেই এ গণবিয়ের আয়োজন করে আসছে ইউনিফেকশন চার্চ।
এই গির্জার প্রতিষ্ঠাতার নাম মৃত সান মিউং মুন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ৯২বছর বয়সে মারা যান তিনি। গির্জাটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এর অনুসারীদের মগজধোলাই করা হয়। তবে গির্জাটি এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ইউনিফেকশন চার্চের অনুসারীদের মুনিস বলা হয়ে থাকে। অনুসারীদের কাছে সান মিউং মুন শ্রদ্ধেয় হলেও সমালোচকদের দৃষ্টিতে তিনি ভণ্ড।