Tue. Sep 16th, 2025
Advertisements

7kখোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ প্রসাধনী দ্রব্য, যৌন উত্তেজক ওষুধ, তামাক, ৩০টি স্মার্টফোন ও চারটি ডিএসএলআর ক্যামেরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মির্জা সাদেক নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মির্জা সাদেক এয়ার এশিয়ার একটি বিমানে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় আসেন। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকার মতো বলে জানিয়েছেন ঢাকার শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. আল আমিন।