Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31kখোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: হৃতিক রোশনের সঙ্গে সুজান খানের বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। আর সেই বিচ্ছেদের পিছনে কারণ যিনি তিনি ছিলেন অর্জুন রামপাল। কিন্তু যার জন্য এতো কিছু তার সঙ্গেই নাকি এখন আর আগের মতো সম্পর্ক নেই সুজান।
এমন খবরই শোনা যাচ্ছে এখন বিটাউনে।
শোনা গেছে, প্রায় এক মাসের উপর নাকি ফোনে কথা বলেননি অর্জুন রামপাল ও সুজান খান। তবে অর্জুন কাপুর আর তার স্ত্রী মেহের জেসিকা একসঙ্গে থাকছেন কি না তা এখনও জানা যায়নি।
অর্জুনের সঙ্গে সুজানের বন্ধুত্ব ভালোভাবে মেনে নিতে পারেন নি মেহের। তবে কয়েক মাস আগে বাসা ছেড়ে হোটেলে উঠেছিলেন অর্জুন। কিন্তু এখন নাকি আবারো মেহেরের সঙ্গে দেখা যাচ্ছে অর্জুনকে।তবে এখন আবার বাসায় উঠেছেন অর্জুন।
ফোনে কথা না হওয়া আর বাসায় উঠা সব কিছু নিয়েই এখন বিটাউনে শোনা যাচ্ছে সুজানের সঙ্গে আর আগের মতো সম্পর্ক নেই অর্জুনের।