Thu. Sep 18th, 2025
Advertisements

50খোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: এক মুহূর্তে দেখা গেল। পর মুহূর্তেই মিলিয়ে গেলেন হাওয়ায়। কাছে গিয়েও দেখা মিলল না তাঁর। ভারতের গোয়ালিয়র কেল্লায় এক পর্যটকের ক্যামেরায় এমনই আশ্চর্য দৃশ্য ধরা পড়ল।
গোয়ালিয়র ফোর্টে এমন ভূত দেখার গল্প আগেও বহু বার শোনা গেছে। কখনও ঘুরতে আসা পর্যটক দেখেছেন। কখনও বা স্থানীয় মানুষজনও দেখেছেন। এই ফোর্টের সঙ্গে দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে। সুরজ সিং, মান সিং তোমর এবং সিন্ধিয়া বংশের বহু রাজা এই কেল্লা থেকে রাজ্য শাসন করেছেন।
ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ১৮৫৭ সালে এই কেল্লা থেকেই ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এ হেন কেল্লা বহু মৃত্যুর সাক্ষী। অনেক অপমৃত্যুও নাকি ঘটেছে এখানে।
আরও একটি ব্যাপার হয় এখানে। কথিত আছে, যে বা যাঁরা এখানে এমন কোনও অশরীরীর দর্শন পান, তিনি বা তাঁরা কিছু দিনের মধ্যে এক বার জ্ঞান হারিয়েছেন। এমনটাও বহুবার দেখা গেছে।
রাতের অন্ধকারে না হয় দৃষ্টিভ্রম হতে পারে, কিন্তু দিনের আলোয় এমনটা হওয়ায় এ নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। ওই পর্যটক ক্যামেরায় তোলা ভিডিওটি ইউটিউবেও আপলোড করেন।
ভিডিওয় দেখা গেছে, কেল্লার ছাদের একটি অংশ থেকে তিনি বিভিন্ন অংশ ক্যামেরায় তুলে রাখছিলেন। সে সময় ছাদের একটি অংশে একটি লোককে দেখা গিয়েছে। পর ক্ষণেই সেখানে ক্যামেরা ঘুরিয়ে তাঁকে আর দেখা যায়নি। পরে ওই পর্যটক সেখানে গিয়েও দেখার চেষ্টা করেন। কিন্তু সেই ব্যক্তির কোনও চিহ্ন দেখা যায়নি।
অনেকে তর্কের খাতিরে বলেছেন, ওই ব্যক্তি লাফিয়ে অন্য পাশে পড়েছেন। কিন্তু সেই জায়গায় এক পাশে খাদ। অন্য পাশে খোলা জায়গা, যেখানে লুকিয়ে থাকা সম্ভব নয়। তবে সত্যিই কি তিনি অশরীরী, উঠছে প্রশ্ন।