Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬:অবশেষে রেহাই পেলেন মুন্নাভাই। ২৫ ফেব্র“য়ারি,বৃহস্পতিবার সকাল ৯ টায় জেল থেকে ছাড়া পাচ্ছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। জেলের বাইরে মুন্নাভাই-কে স্বাগত জানাতে হাজির থাকবেন স্ত্রী মান্যতা ও তাঁদের সন্তান এবং আত্মীয় পরিজনরা।
জেলের নিরাপত্তার খাতিরে জেল কর্তৃপক্ষ সঞ্জয়কে স্বাগত জানানোর অনুষ্ঠানে সম্মতি দেয়নি। কারণ, এ ধরনের অনুষ্ঠান হলে অভিনেতার অনুরাগী ও সংবাদমাধ্যমের ভিড় জেল চত্বরে জমে যেত। এই কারণেই অভ্যর্থনা জানানোর অনুষ্ঠান আয়োজনের আর্জি খারিজ করে দিয়েছে জেল কর্তৃপক্ষ।
১৯৯৩ সালে মুম্বই হামলার সময় বে আইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ২০১৩ সালে সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হন সঞ্জয় দত্ত। এর আগে ২০০৭ সালেই এই মামলায় ছ’বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় মুম্বইয়ের বিশেষ টাডা আদালত। ১৮ মাস জেলে থাকার পর ছাড়া পান তিনি। এরপর ২০১৩ সালের মার্চ মাসে ফের তাঁকে জেলে পাঠায় শীর্ষ আদালত।