Sat. Sep 20th, 2025
Advertisements

23kখোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: হাঙ্গরের হামলা থেকে রক্ষা পেতে বিশেষ প্রযুক্তির আশ্রয় নিয়েছে অস্ট্রেলিয়া। স্মার্টফোন অ্যাপসের মাধ্যমে সৈকতে থাকা পর্যটকদের সাবধান করবে এই প্রযুক্তি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন সৈকতে হাঙ্গরের আক্রমণে বেশ কয়েকটি হতাহতের ঘটনার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের একটি সংস্থার তথ্যানুসারে ২০১৫ সালে বিশ্বব্যাপী হাঙ্গরের আক্রমণ হয়েছে ৯৮টি। এর মধ্যে ১৮টিই ঘটেছে অস্ট্রেলিয়ায়। হামলায় নিহতের ছয় জনের দুই জনই অস্ট্রেলিয়ান। এ ধরণের হামলার ঘটনায় ভীত দেশটির সমুদ্র সৈকতে ঘুরতে আসা হাজারো পর্যটক।
তাদের কথা মাথায় রেখেই ব্যবহৃত হচ্ছে এই স্মার্ট প্রযুক্তি। সৈকতের কাছে হাঙ্গর এলে তীরে থাকা লাইভ গার্ডদের কাছে সংকেত পৌঁছবে এই প্রযুক্তির মাধ্যমে।
এই প্রযুক্তি নির্মাতারা বলছেন, বিশেষ শব্দ তরঙ্গের মাধ্যমে কাজ করবে এই প্রযুক্তি। আশেপাশে কোন হাঙ্গর এলে তাকে শনাক্ত করবে এই তরঙ্গ। এই জন্য বানানো হয়েছে বিশেষ মোবাইল অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে জানা যাবে শব্দ তরঙ্গ থেকে হাঙ্গরের উপস্থিতি বিষয়ক তথ্য।
নিউ সাউথ ওয়েলসের ভূমি ও পানি বিষয়ক মন্ত্রী নিয়াল ব্লেয়ার বলেন, এই সৈকতে এখন ক্লেভার বয় প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি পর্যটকদের সহায়তা দিতে লাইফগার্ডরাও রয়েছে। আশা করছি এর মাধ্যমে হাঙ্গর আক্রমণের মোকাবেলা করা যাবে।
এ বিষয়ে প্রকল্প পরিচালক ক্রেইগ অ্যান্ডারসন বলেন, এই প্রযুক্তির মাধ্যমে পানির তলদেশ থেকে শব্দ তরঙ্গ পানির ভাসমান বরফের কাছে এসে পৌঁছবে। সেখান থেকে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মোবাইলে তথ্য পাঠানো হবে। এটা অপেক্ষাকৃত নতুন শব্দ তরঙ্গ প্রযুক্তি। আকার ও গভীরতা অনুশারে এটিকে পরিবর্তন করা যাবে।
আপাতত নিউ সাউথ ওয়েলসের বন্ডি বীচে চালু হয়েছে এই প্রযুক্তি। কর্র্তৃপক্ষ জানিয়েছে এটি কার্যকর প্রমাণিত হলে অন্যান্য সৈকতেও এটি চালু করা হবে।