Sat. Sep 20th, 2025
Advertisements

43kখোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: জয় দিয়েই দুবাই ওপেনের মিশন শুরু করেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ। গতকাল প্রথম রাউন্ডে জকোভিচ স্প্যানিশ টমি রবরেডোকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন। এর মাধ্যমে ক্যারিয়ারের ৬৯৯তম গেম জয় করলেন সার্বিয়ান তারকা। ম্যাচ শেষে জকোভিচ বলেছেন, ‘সব মাইলফলকই বিশেষ কিছু।
এই টুর্নামেন্টে আমি ৭০০তম গেম জয় করতে চাই। কিন্তু এজন্য পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। এজন্য অবশ্য খুব বেশী পরিবর্তনের কিছু দেখছি না। অবশ্যই এটা হলে তা ক্যারিয়ারের জন্য বাড়তি পাওয়া হবে। আর না হলে পরের ম্যাচের জন্য অপেক্ষা করবো।’
এবারের মৌসুমে জকোভিচের জয়ের সংখ্যা ১৩-০। দোহা ও মেলবোর্নে শিরোপা জেতার পরে ২০১৬ সালে তৃতীয় শিরোপার জন্য তিনি কোর্টে নামবেন। সর্বশেষ ফাইনালে মেলবোর্ন পার্কে এন্ডি মারেকে পরাজিত করে শিরোপা জিতেছিলেন। পরের রাউন্ডে শীর্ষ তারকার প্রতিপক্ষ তিউনিশিয়ার মালেক জাজিরি। প্রথম রাউন্ডে জাজিরি রাশিয়ান অবাছাই মিখাইল ইউঝনিকে ৬-৪, ৬-১ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। জকোভিচ তার সর্বশেষ ১৭টি ইভেন্টের প্রত্যেকটিতে ফাইনালে খেলে ১৩টিতে জয়ী হয়েছেন।