Tue. Sep 16th, 2025
Advertisements

1kখোলা বাজার২৪ বুধবার,২৪ ফেব্রুয়ারি ২০১৬: ১২জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৬৭ রান। তবে শুরু থেকেই একের পর এক আঘাতে অনেকটাই বেশামাল হয়ে পরেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া প্রর্যন্ত ৫উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮২রান। ৪র্থ উইকেটটি ছিল সাকিব আল হাসান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে ভারত।
ভারতের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। তার এই ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কার মার ছিল। এ ছাড়া হার্দিক পান্ডে ১৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩১ রানে ঝড়ো ইনিংস খেলেন।
বল হাতে বাংলাদেশের সেরা বোলার আল-আমিন হোসেন। তিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া ১টি করে উইকেট নেন মাশরাফি, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।