Wed. Sep 17th, 2025
Advertisements

8kখোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নং ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
এতে সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়েছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শয়েস্তাগঞ্জে আটকা পড়েছে। কমলগঞ্জ রেলস্টেশন মাস্টার রুস্তম আলী ফকির বলেন, রেললাইন মেরামতের কাজে লোকজন পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি ওই ব্রিজের পিলারটি দেবে যায়। পরে সাময়িক মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। শমসেরনগর স্টেশন মাস্টার মো. আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।