Mon. Sep 15th, 2025
Advertisements

10254043_1723146494636135_6778216922090280466_nখোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: পিলখানা ট্রাজেডি উপলক্ষে বৃহস্পতিবার দলটির ঢাকা মহানগর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান এ দাবি জানান। তিনি বলেন, ২৫শে ফেব্রুয়ারি ২০০৯ সালে পিলখানা বিদ্রোহে বাংলাদেশের  সেনাবাহিনী ও তৎকালিন বিডিআরের মতো ২টি গুরুত্বপূর্ণ বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। যা এক ঢিলে দুই পাখি মারার মতো ঘটনা। তিনি বলেন, ওই দিন  সেনাবাহিনীর ৫৭ জন  সেনা কর্মকর্তা যেমন শহীদ হয়েছে, একই সঙ্গে বিদ্রোহের সঙ্গে জড়িত থাকায় কয়েক হাজার বিডিআর সৈনিকে বিরুদ্ধে মামলা হওয়ার কারণে বিচারের সম্মুখীন ও চাকরিচ্যুত হওয়ায় তাদের পরিবার-পরিজন আজ পথে বসেছে। ঘটনার সাত বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত তাদের বিচারকার্য শেষ হয়নি। আমিনুর রহমান বলেন, পিলখানায় যে নারকীয় হত্যাকা- হয়েছিল তার পিছনে দেশী এবং বিদেশী অপশক্তি জড়িত কিনা খতিয়ে দেখতে হবে। কারণ ২০০১ সালে তৎকালীন বিডিআর রৌমারি ও পাদুয়াতে  দেশের পক্ষে বিরাট বিজয় অর্জন করেছিল। সেই অর্জনের ধারাবাহিকতাকে রুখে দিতেই পিলখানার ঘটনা সঙ্গে কোন সূত্র আছে কিনা গভীরভাবে খতিয়ে দেখতে সরকার এর প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া ২৫শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে শোক দিবস পালনের দাবি জানান তিনি।  মহানগর সভাপতি আলী হোসেন ফায়েজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট. আজাদ মাহবুব, ভাইস চেয়ারম্যান এডভোকেট বেনী আমিন, সাহিদুর রহমান তামান্না প্রমুখ।