Wed. Sep 17th, 2025
Advertisements

27kখোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: দীর্ঘদিন বড়পর্দায় নেই এক সময়ের সাড়াজাগানো অভিনেত্রী শাবনূর। অভিনয়ে না থাকলেও ঠিকই দর্শকদের হৃদয়ে আছেন তিনি। তাকে নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। স্বামী-সংসার নিয়ে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন তিনি। কালে ভদ্রে বাংলাদেশে আসেন।
মাস দুয়েক আগে দেশে এসেছেন তিনি। টুকটাক কিছু কাজও করছেন। আর বাকিটা সময় কাটছে অবসরে। মাঝে সময় নিয়ে আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ রক্ষা করছেন।
সম্প্রতি ছটকু আহমেদের নিমন্ত্রণে তার মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন শাবনূর। বিয়ের শাবনূরকে দেখে আগত অতিথিরা একেবারে চমকে যান!
আপাদমস্তক মুখ ঢেকে এসেছেন শাবনূর। অনেকে বলছেন, অগ্রজপ্রতিম অভিনেত্রী শাবানাকে অনুসরণ করছেন তিনি।
উল্লেখ্য, শাবনূর সম্প্রতি শেষ করলেন ‘পাগল মানুষ’ ছবির শুটিং। মে মাসেই ছবিটি বড় পর্দায় উঠবে।