Fri. Sep 19th, 2025
Advertisements

30kখোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: এশিয়া কাপ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও বাছাই পর্ব পেরিয়ে আসা মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। ফলে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।
টস জিতে কেন ফিল্ডিয়ের সিদ্ধান্ত, এর পেছনে আরব আমিরাতের অধিনায়কের যুক্তি, ‘প্রথমে বল করাটাই সহজ। আশা করি শ্রীলঙ্কা দলকে ১৩০ রানের মধ্যে আটকে ফেলতে পারব আমরা।’ অন্যদিকে টি২০ ফরম্যাটে এশিয়া কাপ খেলতে বেশ রোমাঞ্চিত লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। টস পর্বের পর তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি। টি২০ ফরম্যাটে এই টুর্নামেন্ট বেশ রোমাঞ্চকর, নিজেদের নৈপুন্য দেখানোর পালা। যদিও এই উইকেটে শিশির বড় ফ্যাক্টর। তবে স্কোরবোর্ডে বেশী রান তোলাই আমাদের লক্ষ্য।’