Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38kখোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে দারুণ সমস্যায় পড়ে যেতে হয়। বিভিন্ন ব্র্যান্ডের নানা মডেলের ল্যাপটপ থেকে একটি বেছে নেওয়া বেশ কঠিক কাজ। তা ছাড়া বহু মানুষের নানা মন্তব্যে সিদ্ধান্তহীনতা আসবেই। এখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাজারের বেশ কয়েকটি ভালো মানের ল্যাপটপের কথা। এগুলো কম বাজেটেই মিলবে।
১. অংঁং তবহনড়ড়শ টঢ৩০৫ঈঅ : প্রতিদিনের ব্যবহারের জন্যে যেসব ল্যাপটপ পাওয়া যায় বাজারে, আসুসের এই মডেলের ল্যাপটপটির মূল্য ওগুলোর চেয়ে বেশ কম। দাম পড়বে ৬৯৯.৯৯ ডলার। আড়াই কেজি ওজনের সুন্দর পণ্যটিতে আছে ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ, ১০৮০পি ১৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। এর কোর এম প্রসেসর মূল আকর্ষণ। আদর্শ মানের কোর আই৫ এবং কোর আই৩ প্রসেসরের চেয়ে কিছুটা দুর্বল হলেও যথেষ্ট শক্তিশালী।
২. অপবৎ অংঢ়রৎব ঊ৫-৫৭৩এ-৫২এ৩ : অ্যাসারের এই মডেলের ল্যাপটপটি যে মাত্র ৫৫৬.৫১ ডলারে মিলতে পারে তা ভাবা যায় না। ৮ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট হার্ড ড্রাইভের সঙ্গে রয়েছে ফিফথ-জেনারেশন কোর আই৫ চিপ। আরো আকর্ষণীয় বিষয়টি হলো এর এনভিডিয়া জি ফোর্স ৯৪০এম গ্রাফিকস কার্ড পেয়ে যাবেন এতে। এর ১০৮০পি পর্দাটি বেশ ভালো।
৩. ঞড়ংযরনধ ঝধঃবষষরঃব ঈ৫৫-ঈ৫২৪১ : এর পর্দাটি ১৫.৬ ইঞ্চি। ফিফথ-জেনারেশন কোর আই৫ প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইটের হার্ড ডিস্কের ল্যাপটপটির দাম মাত্র ৪৫৯.৯৯ ডলার। পর্দার রেজ্যুলেশন ১৩৯৯দ্ধ৭৬৮ পিক্সেল। এর ব্যাটারি ৫ ঘণ্টা ব্যাকআপ দেবে আপনাকে।
৪. ঞড়ংযরনধ ঈযৎড়সবনড়ড়শ ২ : ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে ল্যাপটপটি। এতে রয়েছে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম। দাম মাত্র ৩২৯.৯৯ ডলার। এতে আছে সেলেরন প্রসেসর এবং ৪ জিবি র‍্যাম। কোর আই৩ প্রসেসরের মডেলটির দাম পড়বে ৪৩০ ডলার। এর ১০৮০পি আইপিএস ডিসপ্লেটি বেশ ভালো।
৫. অপবৎ ঈযৎড়সবনড়ড়শ ১৫ : তোশিবার ল্যাপটের সঙ্গে দামের প্রতিযোগিতায় অ্যাসারের এই ল্যাপটপটিও দারুণ পণ্য। ক্রোম অপারেটিং সিস্টেম নিয়ে বাজারে এসেছে। এর ১০৮০পি আইপিএস ডিসপ্লে পছন্দসই হবে। এর দেহ বেশ বড়সড়। ফিফথ-জেনারেশন ইন্টেল সেলেরন প্রসেসর ক্রোম অপারেটিং সিস্টেমে মসৃণভাবে চলে। ব্যাটারি বেশ শক্তিশালী, ৯ ঘণ্টা ব্যাকআপ দেবে।
৬. খবহড়াড় ওফবধঢ়ধফ ১০০ং : অবিশ্বাস্য হলেও সত্য, লেনোভোর এই ল্যাপপটির দাম মাত্র ১৭৩.৯৯ ডলার। ক্রোমবুকের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে লেনোভো আর কম দামে এটি বাজারে আনে। এতে সবকিছুই আছে যা কিনা অন্যান্য দামি ল্যাপটপে দেওয়া হয়েছে। ইন্টেল অ্যাটম চিপে রয়েছে ২ জিবি র‍্যাম। স্টোরেজ বেশ কম, মাত্র ৩২ জিবি। পর্দাটি ১১.৬ ইঞ্চির। চলে বেশ ভালো। অন্তত এত কম দামের ল্যাপটপে এতটা ভালো পারফরমেন্স আর আশা করা যায় না। সূত্র : বিজনেস ইনসাইডার