Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: একসঙ্গে তিনটি নতুন হ্যান্ডসেট বাজারে ছাড়তে যাচ্ছে সনি।
গতকাল শেষ হয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন প্রদর্শনী উৎসব মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত চার দিনব্যাপী এ উৎসবে আগ্রহের কেন্দ্রে ছিল স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ। তবে অন্য স্মার্টফোন নির্মাতারাও পিছিয়ে নেই।
মোবাইল ফোন নিয়ে সনির অনীহার কথা মাঝেমধ্যে শোনা গেলেও সবকিছু মিথ্যা করে দিয়ে আবার নতুন ফ্ল্যাগশিপের ঘোষণা দিল তারা। তাও আবার একসঙ্গে তিন-তিনটি স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে জাপানিজ এই টেক জায়ান্ট।
অ্যানড্রয়েড সেটগুলোর নাম হচ্ছে ‘এক্সপেরিয়া এক্স পারফরম্যান্স’, ‘এক্সপেরিয়া এক্স’ এবং ‘এক্সপেরিয়া এক্সএ’। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে সনির এই তিনটি নতুন হ্যান্ডসেট সম্পর্কে।
তিনটি স্মার্টফোনই চলবে অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে এবং সেটগুলো বাজারে আসছে আগামী দুই মাসের মধ্যেই।
নতুন ‘এক্স’ সিরিজে সনি এমন কিছু জরুরি ফিচার যোগ করতে যাচ্ছে, যা সহজে ব্যবহারকারীরা অন্য সেটগুলোতে পান না। তাই সবকিছু ছাপিয়ে ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির দিকেই নজর ছিল সনির।
‘এক্স পারফরম্যান্স’ এবং ‘এক্স’ দুটি মডেলের হ্যান্ডসেটেই আছে নতুন হাইব্রিড অটোফোকাস ক্যামেরা প্রযুক্তি, যার মাধ্যমে অনায়াসে চলন্ত সাবজেক্টের ছবি খুব দ্রুত তোলা যাবে, গতির কারণে ছবি ঝাপসা হবে না।
সনি দাবি করছে, এক্স সিরিজের সব সেটের ব্যাটারি একবার ফুলচার্জ দিলে টানা দুদিন চলবে। শুধু বেশির ভাগ স্মার্টফোনের চেয়ে অধিক আয়ুর ব্যাটারি নয়, ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য সনির আবিষ্কৃত বিভিন্ন প্রযুক্তিও জুড়ে দেওয়া হয়েছে নতুন মডেলের সেটগুলোতে।
তিনটি সেটের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ‘এক্সপেরিয়া এক্স পারফরম্যান্স’। ৭.৬ মিলিমিটার সেটটি আবার সবচেয়ে পাতলাও বটে। সেটটিতে আছে ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, সামনে গ্লাস এবং পাশের কোনাগুলো কিছুটা বাঁকানো।
এ ছাড়া সেটটির প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০। আছে ৩ জিবি র‍্যাম, ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ২৭০০ এমএএইচ ব্যাটারির সেটটিতে আছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।
‘এক্স পারফরম্যান্স’ মডেলের থেকে পারফরম্যান্সে একটু পিছিয়ে থাকতে পারে ‘এক্সপেরিয়া এক্স’। এই সেটেও ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে বাঁকানো গ্লাস থাকলেও এর প্রসেসর হচ্ছে কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৬৫০। তবে ৩ জিবি র‍্যাম, ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এক্স পারফরম্যান্স সেটটির মতোই।
ক্যামেরায় আছে হাইব্রিড অটোফোকাস প্রযুক্তিও। এক্সপেরিয়া এক্স সেটটি পাওয়া যাবে ৩২ জিবি এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি ক্যাটাগরিতে। তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের অপশনও থাকছে এতে। এ ছাড়া ২৬২০ এমএএইচের ব্যাটারি চার্জ ধরে রাখবে নিশ্চিন্তে।
‘এক্সপেরিয়া এক্সএ’ মডেলে আছে এইচডি স্ক্রিনের ১২৮০ ঢ ৭২০ পিক্সেল রেজ্যুলেশন। মিডিয়াটেক এমটি৬৭৫৫ প্রসেসরের সঙ্গে আছে ২ জিবি র‍্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ২৩০০ এমএএইচ ব্যাটারি।