Mon. Sep 22nd, 2025
Advertisements

23kখোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: থমে চুম্বন কাহিনি। আর এখন ঘনিষ্ঠতা। করিনা-অর্জুনের ঘনিষ্ঠতা সত্যিই মেনে নেওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে সাইফ আলি খানের কাছে। গুঞ্জন তেমনই। শোনা গেছে, কি অ্যান্ড কায়ের একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিয়ের পর অর্জুন নাকি কারিনাকে বেশ রাতে ফোন করেন। এর আগে তিনি কখনও নাকি কারিনাকে অত রাতে ফোন করেননি।
আর এতেই খানিকটা ক্ষুব্ধ হন সাইফ। তিনি নাকি কারিনাকে পরে বলেন, কোনও বিবাহিত নারীকে অত রাতে ফোন করা শোভনীয় নয়। কি অ্যান্ড কায়ের ট্রেলার লঞ্চের সময়, অর্জুনকে কিস করার অনুরোধ এসেছিল কারিনার কাছে। তিনি তখন উত্তর দিয়েছিলেন অনস্টেজ যদি তিনি অর্জুনকে চুমু খান, তাহলে তাঁর ডিভোর্সই হয়ে যাবে।