Fri. Sep 19th, 2025
Advertisements

7kখোলা বাজার২৪ রবিবার,২৮ ফেব্রুয়ারি ২০১৬: বলিউডে টিকে থাকতে গেলে ব্যাকআপ মাস্ট। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাইমা সেন!
গতকালই মুক্তি পেয়েছে তার নয়া বলিউডি ছবি ‘বলিউড ডায়েরিজ’। টলিউডে পারফরম্যান্সের বিচারে তিনি প্রথম সারিতে থাকলেও বলিউডে এখনও ততটা সফল নন নায়িকা। সে বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বলিউডে টিকে থাকতে গেলে ব্যাক আপ দরকার। তাও তো আমার কোনও নিরাপত্তাহীনতা নেই। কারণ পরিবারের খরচ আমাকে চালাতে হয় না। তা ছাড়া টলিউডের ব্যাকআপ রয়েছে। কিন্তু এমন অনেকে আছেন যারা বলিউডেই স্ট্রাগল করছেন। তবে ব্যাক আপ না থাকায় টিকে থাকতে পারছেন না।’’
‘বলিউড ডায়েরিজ’-এ এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন রাইমা। তার মতে, কেরিয়ার শুরুর এত বছর পরে এসে এখনও তিনি স্ট্রাগল করছেন। মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি, মুনমুন সেনের মেয়ে হয়ে তিনিই যদি বি-টাউনে কল্কে না পান, সে ক্ষেত্রে অন্য কারও অবস্থা আরও খারাপ হবে বলেই মনে করেন রাইমা।