Thu. Sep 18th, 2025
Advertisements

21kখোলা বাজার২৪ রবিবার,২৮ ফেব্রুয়ারি ২০১৬: সরকারি দলের সদস্য মুহিবুর রহমান মানিকের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হিজড়া সম্প্রদায়ের সংখ্যা ৯ হাজার ৮৯২ জন। দেশের মোট জনসংখ্যার একটি অংশ হিজড়া সম্প্রদায়। তাদের কল্যাণে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। প্রমোদ মানকিন বলেন, ৫০ বছরের বেশি বয়সী অক্ষম ও অসচ্ছল হিজড়াদের বয়স্ক ভাতা বা বিশেষ ভাতা মাসিক ৫শ’ টাকা করে দেয়া হয়।
হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাথমিক স্তরে ৩শ’ টাকা, মাধ্যমিক স্তরে সাড়ে ৪শ’ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৬শ’ টাকা এবং উচ্চ স্তরে ১ হাজার টাকা হারে উপবৃত্তি দেয়া হয়।