Thu. Sep 18th, 2025
Advertisements

1kখোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : পটুয়াখালীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যাকে পুলিশের তালিকাভুক্ত একজন ‘সন্ত্রাসী’ বলা হচ্ছে।
র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ফজলুর রহমান বলছেন, সোমবার ভোরে শহরের হেতালিয়া বাদঘাট এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত মাওলা মৃধা (৩৬) পটুয়াখালী শহরের কালিকাপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় কয়েকটি মামলা থাকার কথাও বলেছে র‌্যাব।
কমান্ডার ফজলুর বলেন, বাদঘাট এলাকার কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পাশের গজারি বাগানে ‘এক দল অস্ত্রধারী যুবকের’ অবস্থানের খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখান যায়।
“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে অস্ত্রধারীরা। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে মাওলার লাশ উদ্ধার করা হয়।”
ঘটনাস্থলে একটি বিদেশি পিস্তল, বন্দুক, বেশ কিছু গুলি ও ৬০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে ফজলুর রহমানের ভাষ্য।