Sun. Sep 21st, 2025
Advertisements

25kখোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : বিচ্ছেদের নাটকীয় রেশ কাটতে না কাটতে আবারও চমকে দিলেন কণ্ঠশিল্পী আরফিন রুমি। না, নতুন কোনও গান কিংবা মিউজিক ভিডিও দিয়ে নয়। এবারও চমকের জন্ম তার ব্যক্তিগত জীবন থেকে। রুমি রবিবার রাতে বললেন, ‘তালাকনামা প্রত্যাহার করে নিয়েছি। সবার দোয়ায় আমাদের সংসার আবার জোড়া লেগেছে। শুক্রবার থেকে আমরা আবার নতুনভাবে সংসার জীবন শুরু করেছি!’
কিন্তু কীভাবে! কামরুননেসার প্রতি আরফিন রুমির ‘আপত্তিকর’ বেশ কিছু স্পষ্ট অভিযোগ এবং উকিল মারফত ডিভোর্স লেটার পাঠানোর পর আবারও এমন হঠাৎ ‘মিলন’ কীভাবে সম্ভব? রুমি বিশ্বজয়ের হাসি আর প্রশান্তি মেলানো কণ্ঠে বলেন, ‘এরই নাম বোধহয় আসল প্রেম। যেটা মচকায়, কিন্তু ভাঙে না।’
এদিকে কামরুননেসার ভাষ্য, ‘সংসার জীবনে ভুল বোঝাবুঝি হতেই পারে। আমরা দু’জনে নিজেদের ভুল সুধরে নিয়ে নতুন করে জীবন শুরু করেছি। তাছাড়া আমরা এখন আমাদের ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই এগুচ্ছি।’
প্রসঙ্গত, ৯ ফেব্র“য়ারি রুমি মিডিয়াকে জানান, তার দ্বিতীয় স্ত্রী কামরুননেসাকে তালাকনামা পাঠিয়েছেন তিনি। গত ৩১ জানুয়ারি সেই তালাকপত্র যুক্তরাষ্ট্রের ঠিকানায় পাঠানো হয়। একই সঙ্গে রুমির আইনজীবী আবদুর রহিম কামরুন্নেসার বাবাকে ফোন করে তালাকপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
হঠাৎ ডিভোর্সের কারণ সম্পর্কে রুমি গত ১০ ফেব্র“য়ারি জানান, বিয়ের পর থেকে গত আড়াই বছর ধরে কামরুননেসা তাকে ও তার মাকে মানসিক নির্যাতন করে আসছিলেন। তবুও সংসার টিকিয়ে রাখার জন্য তিনি এতদিন সব সহ্য করেছেন।
উল্লেখ্য, এই ডিভোর্স লেটার পাঠানোর সময় কামরুননেসা তার ছেলে আয়ানসহ অবস্থান করছিলেন আমেরিকায় তার বাবার সঙ্গে। ছয় মাস আগে তিনি ঢাকায় রুমির ঘর থেকে আমেরিকায় বেড়াতে যান। মূলত ডিভোর্স লেটারের খবর পেয়েই কামরুননেসা তার পুত্রকে সঙ্গে নিয়ে গেল ১১ ফেব্র“য়ারি ছুটে আসেন ঢাকায়।
২০১২ সালে আমেরিকায় স্টেজ শো করতে গিয়ে তার গানের ভক্ত কামরুননেসার সঙ্গে পরিচয় হয়ে আরফিন রুমির। এরপর চোখের পলকেই প্রেম ও নাটকীয় কায়দায় বিয়ে। তারপর প্রথম স্ত্রী অনন্যাকে তালাক এবং এর দায়ে জেল-জরিমানাও ভোগ করতে হয়েছে রুমিকে।