Tue. Sep 16th, 2025
Advertisements

30kখোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : শ্রীলঙ্কার বিপক্ষে ৫৪ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসের পর এখন সাব্বির রহমানের ওপর নজর ভারতীয় মিডিয়ার। ম্যাচ শেষে স্বভাবতই তাদের প্রশ্ন আইপিএলে খেলতে চান কিনা। সাব্বিরেরও স্ট্রেট উত্তর: আইপিএল-সিপিএল নিয়ে আমি এখন ভাবছি না। আমি দেশের জন্য খেলতে চাই। বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে যাওয়ায় আমার মূল লক্ষ্য।
লঙ্কান বোলারদের ওপর চড়াও হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি সব সময়ই তিনে ব্যাট করি। প্রথমেই উইকেট পড়ে যাওয়ায় আমাদের জন্য প্রেসার ছিলো। আমি সব সময় পাওয়া প্লে ব্যবহার করার চেষ্টা করি। আজ প্রথমে উইকেট পড়ে যাওয়ার পর ভাবলাম মেরে যদি খেলি তাহলে কেমন হয়!
টিমের জন্য নিজেকে উজার করে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি কখনও চিন্তা করিনি অর্ধশত কিংবা শত রান করবো। আমি সব সময় টিমের জন্য খেলার চিন্তা করি। ৪৯ রানে যদি আমাকে ছয়ও মারতে হয় তাহলে আমি তাই মারবো।
টি২০তে এটাই সাব্বিরের সেরা ইনিংস কিনা জানতে চাইলে তিনি বলেন, হতে পারে বেস্ট গুলোর মধ্যে একটা তবে আমি পাকিস্তানের বিপক্ষে যেটা খেলেছি সেটাকেই বেস্ট বলবো।