Fri. Sep 19th, 2025
Advertisements

36kখোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : শ্রীলঙ্কার পশ্চিম অঞ্চলের একটি স্কুলে ছয়বছর বয়সী এক ছাত্রের এইচআইভি সংক্রমণ আছে এমন সন্দেহে ওই স্কুলটির বাকি শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করেছে। শিশুটির মা বিবিসিকে বলেছেন, শিশুটির বাবার মৃত্যুর পর তার এইচআইভি সংক্রমণ ছিল বলে গুজব ছড়ানো হয় হয়।
যদিও শিশুটি এইচআইভি সংক্রমণ মুক্ত বলে ছাড়পত্র দেয়া হয়েছে তবুও সন্তানকে স্কুলে ভর্তির জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। দশটি স্কুলে ভর্তির চেষ্টা করার পর শেষপর্যন্ত একটি স্কুলে ভর্তি করাতে সক্ষম হলেও, স্কুলে ক্লাসের প্রথমদিনেই প্রতিষ্ঠানটির বাকি ১৮৬ জন শিক্ষার্থীকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যান তাদের অভিভাবকরা।