খোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : নতুন করে আর একটি স্মার্টফোন কিনেছেন। সব কিছুই ঠিকঠাক, কিন্তু, এবারও সেই ফোনে চার্জ দিতে দিতেই চলে যায় আপনার সব সময়। ফোনে চার্জ দেন কত সময় ধরে? ১ ঘণ্টা, না ২ ঘণ্টা? আর যাঁদের ফোনের ব্যাটারি একটু কমজোরি, সে ক্ষেত্রে তো আর কথাই নেই।
চার্জ দিতে কখনও ২ ঘন্টা আবার কখনও লেগে যায় আড়াই ঘণতাও। অত সময় ধরে ফোনে চার্জ দেওয়া সোজা কথা নাকি? অপেক্ষা করে বসে থাকতে হয় টানা কয়েক ঘণ্টা। কিন্তু, এবার আর আপনাকে ফোন চার্জের অপেক্ষায় অপেক্ষা করে বসে থাকতে হবে না। মাত্র ১৫ মিনিটেই চার্জ নিয়ে নেবে আপনার ফোন। শুনতে অবাক লাগছে? ভাবছেন তো, এরকম কোনও ফোন বাজারে এসেছে নাকি? কিন্তু, তাঁদের জন্য সুখবর। ১৫ মিনিটে চার্জ হয়ে যাবে, এবার এরকমই একটি ফোন বাজারে নিয়ে এসেছে ওপ্পো। নাম হলো, সুপার ভক ফ্ল্যাশ চার্জ।
জানা যাচ্ছে, ওপ্পোর ওই নতুন ওই ফোন চার্জ দিতে লাগবে মাত্র ১৫ মিনিট। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১০০% চার্জ দিতে ওই ফোনের লাগবে মাত্র ১৫ মিনিট। যত দামী স্মার্টফোনই আপনি ব্যবহার করুন না কেন, বেশিরভাগ ফোনের ক্ষেত্রেই দেখা যায়, বেশিক্ষণ কথা বলতে আপনি পারেন না। তাই বাইরে বেরোলেও ফোনের চার্জার সঙ্গে নিয়েই যেতে হয়। আর ফোনে যদি ইন্টারনেট ব্যবহার করেন, সেক্ষেত্রে তো আর কথাই থাক না। অধ ঘণ্টাও যদি, আপনি ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে চার্জ দিতে হবে বলে সিগন্যাল দিতে শুরু করবে আপনার ফোন।
ওই সমস্ত সমস্যার সমাধান করতেই এবার তাই ওপ্পো বাজারে নিয়ে এসেছে এক নতুন ধরণের ফোন। যে ফোন আপনি, অল্প কিছু সময় চার্জ দিয়েই কথা বলতে পারবেন। সংস্থার দাবি মাত্র ৫ মিনিটেই ৪৫% চার্জ হয়ে যাবে ওই ফোন। আর ১৫ মিনিটেই হয়ে যাবে আপনার ফোনের চার্জ। সংস্থার পক্ষ থেকে জানা গেছে, সুপার ভক ফ্ল্যাশ চার্জ নামের ওই ফোন প্রযুক্তি সব একই রাখা হয়েছে। শুধু মাত্র ফোনের ব্যাটারিকে করে তোলা হয়েছে আরও বেশি শক্তিশালী।