Tue. Sep 16th, 2025
Advertisements

11kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ : রাষ্ট্রপতি হওয়ার পর জীবনের ১২ টা বাইজা গেছে. গরুর খোয়াড়ের মতো অবস্থা.!!! খাইতেও শান্তি নাই। ঘুমানোরও শান্তি নাই!! এখানে মরার ও স্বাধীনতা নাই’।
কথাগুলো একটি রাষ্ট্রের প্রধানের। আমাদের বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সিদ্দিকীর। রসিক এবং মনখোলা মানুষ হিসেবে তার পরিচয় সকলেরই জানা। আবারও তিনি তার ভেতরের সরল ছবির পরিচয়টা দিলেন অনেকটা এভাবেই।
সম্প্রতি এক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি হবার পর তার জীবনের বিভিন্ন বিড়ম্বনার কথা হাস্যরসের মাধ্যমে তুলে ধরেন। ফেসবুক সহ বিভিন্ন সামাজি