Sun. Sep 21st, 2025
Advertisements

14kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ :পাকিস্তানকে হারানো হয়েছে, অর্ধেক এশিয়া কাপ ভারতের পকেটে চলেই এসেছে। আর এই আনন্দ উদযাপনটা যদি ভারতীয় হাইকমিশনে হয় তাহলে তো জয়ের মাহাত্ম্যটাই দ্বিগুণ হয়ে যায় ভারতীয়দের।
পাকিস্তানকে হারানোর পর ভারতীয় ক্রিকেট দলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিল ঢাকার ভারতীয় হাইকমিশন।
নাচে গানে জয়টা ভালোই উদযাপন করলেন ভারতীয় খেলোয়াড়রা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের ফাহমিদা নবী।
আর গান গাইতে গাইতে মঞ্চে উঠে পড়েন বিরাট কোহলি। ‘জো ওয়াদা কিয়া ও নিভানা পাড়েগা’ গানটি গান কোহলি। তাজমহল সিনেমায় গাওয়া লতা মুঙ্গেশকরের সেই বিখ্যাত গান গাওয়ার সময় বেশ ফুরফেুরে ছিলেন ভারতের এই ব্যাটসম্যান।
তবে কোহলি সমালোচকরা বলছেন আনুশকা শর্মাকে উদ্দেশ্য করে গানটি গেয়েছেন কোহলি। কারণ কিছুদিন আগেই কোহলি-বিরাট সর্ম্পকে ভাঙন ধরেছে। আর প্রেমিকাকে ফিরে পাওয়ার আকুতি থেকেই গানটি গেয়েছেন এই তারকা ব্যাটসম্যান।
অনুষ্ঠানের আমন্ত্রিতদের অনেকেই মনে করছেন এই গানটি দিয়ে আনুশকাকে কিছু মনে করিয়ে দিতে চেয়েছেন কোহলি!
কোহলির পর গান গেয়েছেন সুরেশ রায়নাও। ‘তুমসে মিলকে’ গানটি গেয়ে প্রিয়তম স্ত্রীকেই হয়তো মনে করছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
অনুষ্ঠানে গাওয়া কোহলি-রায়নার গানটি ভিডিও করেন যুবরাজ সিং। পরে নিজের ইন্সন্ট্রাগ্রামে আপলোড করেছেন কোহলি নিজেই।