Fri. Sep 19th, 2025
Advertisements

31kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ :বিজ্ঞানীরা শক্তি সাশ্রয়ী বায়োলজিক্যাল সুপার কম্পিউটারের প্রোটোটাইপ তৈরি করেছেন। এই কম্পিউটার ইলেকট্রোনিক কম্পিউটারের মত প্যারালাল নেটওয়ার্কে দ্রুত এবং নির্ভূলভাবে তথ্য প্রক্রিয়া করতে পারে।
নতুন উদ্ভাবিত এই বায়ো-কম্পিউটার সাধারণ সুপার কম্পিউটারের মত বৃহৎ নয়। এগুলো অনেক ছোট আকারের।
গবেষকরা জানিয়েছেন, এই সুপার কম্পিউটার পরিচালনা এবং তথ্য প্রক্রিয়া করার জন্য অনেক কম শক্তির প্রয়োজন হয়।
পরিবেশ বান্ধব এই সুপার কম্পিউটার তৈরির সঙ্গে নিযুক্ত ছিলেন, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ড্যান নিকোলাউ।
তিনি বলেন,‘এই সুপার কম্পিউটারের সাহায্যে আমরা অল্প জায়গায় আমরা অনেক জটিল নেটওয়ার্ক তৈরি করতে পেরেছি।’
সম্প্রতি এই বিষয়ে পিএনএস জার্নালে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।