Thu. Sep 18th, 2025
Advertisements

14kখোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : ময়নাতদন্তে হত্যার আলামত মেলার পর রামপুরার দুই শিশুর বাবা, মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুরের গ্রামের বাড়ি থেকে র‌্যাবের গাড়িতে করে ঢাকায় আনা হচ্ছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইস্কাটন শাখার সপ্তম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান অরণী (১৪) ও তার ছোটভাই হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমানের (৬) দাফনের জন্য পরিবারের সদস্যরা মঙ্গলবার জামালপুরে গ্রামের বাড়িতে যান।
বুধবার সকালে ইকবালপুরের ওই বাড়ি থেকেই দুই শিশুর বাবা আমানুল্লাহ, মা মাহফুজা মালেক জেসমিন ও খালা আফরোজা মিলাকে নিয়ে ঢাকার পথে রওনা হন র‌্যাব কর্মকর্তারা।
দুই শিশুর চাচা জামালপুরের বাসিন্দা আবুল হোসেন বুধবার সকালে বলেন, “র‌্যাব এসে আলামত দেখানোর কথা বলে তিনজনকে তুলে নিয়ে গেছে।”
তবে তাদের গ্রেপ্তার বা আটকের কথা অস্বীকার করেছেন র‌্যাব-৩ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মুশতাক আহমেদ।
তিনি বলেন, “আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে করে ঢাকায় নিয়ে আসছি।