Tue. Sep 16th, 2025
Advertisements

29kখোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা আশংকা প্রকাশ করে বলেছে দেশটির অবকাঠামোর বিরুদ্ধে যে কোনো সময় সাইবার হামলা হতে পারে। সানফ্রান্সিসকোর আরএসএ সাইবার নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এ আশংকা ব্যক্ত করেন কুখ্যাত এ সংস্থার প্রধান অ্যাডমিরাল মাইকেল রজার্স।
তিনি বলেন, মার্কিন অবকাঠামোর বিরুদ্ধে হামলা হবে কিনা এখন সেটা বিবেচ্য নয় বরং কখন হামলা হবে সেটাই দেখার বিষয়। ২০১৫ সালের ডিসেম্বরে ইউক্রেনের মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটের কথা তুলে ধরেন তিনি। এতে প্রায় সোয়া দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে সাইবার হামলা চালানোর ফলে এমন মারাত্মক বিভ্রাট ঘটেছিল বলে ধারণা করছে মার্কিন সরকার। কোনো কোনো গবেষকের ধারণা, ইউক্রেনে সাইবার হামলার সঙ্গে স্যান্ডওর্য়াম নামের রুশ হ্যাকিং গোষ্ঠী জড়িত।
এনএসএ’র সাবেক কর্মকর্তা এওডয়ার্ড স্নোডেন এ সংস্থার ন্যাক্কারজনক আড়িপাতার ঘটনা ২০১৩ সালে ফাঁস করে দিয়েছিলেন। তারপরই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল মার্কিন এ গোয়েন্দা সংস্থা। আই আর আই বি।