খোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : ঠিক এক বছরের মাথায় ফের পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। ৯ মার্চ দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। ভারতের প্রায় বেশির ভাগ জায়গা-ই সাক্ষী থাকবে এই সূর্য গ্রহণের। তবে ভারতে দেখা যাবে আংশিক।
৯ মার্চ সকাল ৫টা ৪৭ মিনিট থেকে শুরু হবে পূর্ণ গ্রহণ এবং স্থায়ী হবে ৯ টা ৮ মিনিট পর্যন্ত। এর পর আরও কিছুক্ষণ দেখা যাবে আংশিক সূর্য গ্রহণ। আংশিক গ্রহণ শেষ হবে ১০ টা ৫ মিনিটে। ভারতের বেশির ভাগ জায়গাতেই আংশিক গ্রহণ শুরু হবে সূর্যোদয়ের আগে।
সব প্রথমে আংশিক গ্রহণের সাক্ষী হবে উত্তর-পূর্ব ভারত। এরপর ধীরে ধীরে সরতে থাকবে। গ্রহণের সবথেকে বেশি অংশ দেখা যাবে আন্দামান নিকোবরে। কলকাতায় দেখা যাবে ১৮.৫ শতাংশ। পরবর্তী সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে এক বছরেরও বেশি সময়। পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ২১ আগস্ট, ২০১৭।