Sun. Sep 21st, 2025
Advertisements

36kখোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : বাড়িতে একাই ছিল লরা। এখনও হাঁটতে শেখেনি, কিন্তু বুঝতে পারে সবই। সঙ্গী শুধু চার্লি নামে একটি কুকুর। বিশ্বাসী চার্লিকে রেখে কাছেই একটা কাজে গিয়েছিলেন লাউরার বাবা-মা। লরা যাতে কেঁদে না ওঠে তার জন্য লাউরার প্রিয় খেলনাটিকে কাছে রেখে গিয়েছিলেন তাঁরা।
খেলনাটিকে নিয়ে বেশ ভালই মেতে ছিল ফুটফুটে মেয়েটি। কিন্তু সহ্য হল না চার্লির। লরার খেলনাটিকে মুখে করে ছিনিয়ে নিয়ে নিজের জায়গায় গিয়ে রেখে এল। সঙ্গীর এমন অদ্ভূত আচরণে হকচকিয়ে গিয়ে কেঁদেই ফেলল লরা। এবার তাকে সামলায় কে? বন্ধুর অভিমান ভাঙাতে দিশেহারা চার্লি। কি করে থামাবে তাকে? উপায় বের করল চার্লি।
বন্ধু যে খেলনা খুবই পছন্দ করে। তাই একে টেনিস বল, সফট টয় নিয়ে এসে লরার কোলে দিতে থাকল। ব্যাস! খেলনা পেয়ে তো লরার কান্না থেমে গেল। শেষে লরাকে আদর করতেও ভুলল না চার্লি।