Fri. Sep 19th, 2025
Advertisements

8kখোলা বাজার২৪, শুক্রবার, ৪ মার্চ ২০১৬: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপি অনেক রকমের যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আবার দেশে ১/১১’র মতো ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তাদের এ স্বপ্ন পূরণ হবে না।
শুক্রবার দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ সোহরাওয়াদী উদ্যানে জন সবাবেশ উপলক্ষে আয়োজিত এক মতবিবিময় সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন। মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
ওবায়দুল কাদের বলেন, যারা অন্দোলনে ব্যর্থ হয়েছে এবং জাতীয় নির্বাচনে ও ব্যর্থ হয়েছে তারাই ১/১১’র যড়যন্ত্র করছে। তাদের দল গোছাতে হিমশিম খাচ্ছে। অতএব রাজনীতি করতে হলে সাহস লাগে। আর রাজনীতি করার মত সৎ সাহস বিএনপির নেই। সৎ সাহসের কারণে নির্বাচনে অংশগ্রহন করতেও পারছে না।
কাউন্সিল ও নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপি কাউন্সিল ও নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না। কারণ তাদের যে যোগ্য প্রার্থীই নেই। প্রার্থী সংকটে ভূগছে তারা। তাদের আছে শুধু ভয় আর সংশয়। আমরা চাই তারা নির্বাচনে আসুক কেউ তাদের সামনে কোন বাধা হয়ে দাঁড়াবে না।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।