Mon. Sep 22nd, 2025
Advertisements

20kখোলা বাজার২৪, শুক্রবার, ৪ মার্চ ২০১৬: সকলের নজর এড়িয়ে বিয়েটা করে ফেলেছেন। এমনকি বিয়ের পাঁচদিন কেটে যাওয়ার পরেও সামনে আনেননি বিয়ের একটিও ছবি। কিন্তু রিসেপশনে কোনো লুকোচুরি রাখছেন না প্রীতি জিনতা এবং জেন গুড এনাফ। বরং মুম্বাইয়ে বেশ ধুমধাম করেই রাজপুত স্টাইলে রিসেপশন সারতে চলেছেন তাঁরা।
এবার আর শুধু আত্মীয় আর ঘনিষ্ট বন্ধুবান্ধব নিয়ে নয়। প্রায় গোটা বলিউডকে দেখা যাবে তাঁদের রিসেপশনে। সূত্রের খবর, তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব এক ছাদের তলায় আনতে চলেছে বলিউডের তিন ‘খান’কে। হ্যাঁ, সেখানে সলমন খান, শাহরুখ খান এবং আমির খানকে দেখা যেতে পারে একসঙ্গে। এখানেই শেষ নয়। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রাক্তন দম্পতি হৃত্বিক রোশন এবং সুজান খানও। এছাড়া আমন্ত্রণ পেয়েছেন ববি দেওল, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন প্রমুখ।