খোলা বাজার২৪, শুক্রবার, ৪ মার্চ ২০১৬: মালয়েশিয়ান এয়ারলাইন্স-এর হারিয়ে যাওয়া প্লেন ফ্লাইট ৩৭০ খুঁজে বের করতে সহায়তা করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। চলতি বছরের ১ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের ‘হাউজ জুডিশিয়ারি কমিটি’-এর এক শুনানিতে এমন তথ্য দিয়েছেন প্রতিষ্ঠানের জেনারেল কাউন্সেল ব্র“স সিওয়েল।
স্যান বার্নার্ডিনোতে গোলাগুলির ঘটনায় জড়িত এক সন্ত্রাসীর আইফোন আনলক করে দিতে রাজী হয়নি অ্যাপল। পরে ফোনটি আনলক করতে আদালতের দ্বারস্থ হয় দেশটির গোয়েন্দা সংস্থা এফবি আই। ওই মামলারই শুনানিতে এক প্রশ্নের জবাবে সিওয়েল জানান, অ্যাপল নিয়মিতই তদন্তের ক্ষেত্রে সহায়তা করে আসছে। উদাহরণ হিসেবে তিনি হারিয়ে যাওয়া মালয়েশিয়ান প্লেনটি খুঁজতে সহায়তার কথা জানান।
সিওয়েল বলেন, “যখন মালয়েশিয়ান প্লেনটি যখন পড়ে যায়, এক ঘন্টার মধ্যেই এটি নিখোঁজ ঘোষণা করা হয়। আমরা সারাবিশ্বে ওই প্লেনে অবস্থানকারী টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের তথ্য দিয়ে প্লেনটি খুঁজতে আইন-শৃংখলাপ্রণয়নকারী সংস্থা ও এফবি আই-কে সহয়তা করেছি।”
২০১৫ সালের ১৫ জুন নিখোঁজ হয় মালশিয়ান এই প্লেন। হারিয়ে যাওয়ার সময় বিপদ সংকেত পেয়ে প্লেনের কোনো যাত্রী ফোন কল করার চেষ্টা করেছে কিনা, সেই তথ্য খুঁজে বের করার চেষ্টা করেছে অ্যাপল। সেদিন প্লেনটিতে আসলে কী ঘটেছিল সে বিষয়ে এখনো তদন্ত করে কিছু জানা যায়নি।