Tue. Sep 23rd, 2025
Advertisements

8kখোলা বাজার২৪, শনিবার, ৫ মার্চ ২০১৬ : অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার অবসন ঘটিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা প্রশাসনের অব্যবস্থাপনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অপরিচ্ছন্ন শহীদ মিনার পরিষ্কার করল।
বৃহষ্পতিবার দুপুরে একদল শিক্ষার্থী জঙ্গলে ঢেকে যাওয়া শহীদ মিনার পরিষ্কার করেন।

জানা যায়, দীর্ঘ দিন যাবৎ কোন সংস্কার না করায় শহীদ মিনারের বাম পাশে সৃষ্টি হওয়া ঝোপ আচ্ছন্ন করেছিল গোটা শহীদ মিনার। ভাষার মাসেও শহীদ মিনার সংস্কার বা পরিষ্কার করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন কি ভাষা দিবসেও পরিচ্ছন্ন করে শহীদ মিনারে শ্রদ্ধা জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শহীদ মিনার পরিচ্ছন্ন না করায় এবং শ্রদ্ধা না জানানোয় সর্বত্রই শুরু হয় সমালোচনা। এরপর গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি প্রশাসনের। বরং অভিযোগ পাওয়া যায় ,অপরিচ্ছন্ন শহীদ মিনারের ছবি সম্বিলিত প্রতিবেদন প্রকাশ করায় বেশ কয়েকজন প্রতিবেদককে বিভিন্নভাবে শাসিয়েছেন ভিসি প্রফেসর ড. একে এম নূর উন নবী।

শহীদ মিনার পরিষ্কারকারীদের একজন মার্কেটিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন জয় জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘ দিনের অবহেলায় অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল প্রানের মিনার। আমরা স্বধীনতার মাসে শহীদ মিনারকে পরিচ্ছন্ন করে শহীদদের সম্মান প্রদর্শনের জায়গা করেছি।

এসময় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রলীগের এই নেতা।