Tue. Sep 16th, 2025
Advertisements

38kখোলা বাজার২৪, শনিবার, ৫ মার্চ ২০১৬ : শুধুমাত্র সন্তান লালন পালনের জন্য নাকি আপাতত গৃহবন্দী থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি! এমনটাই গুঞ্জন বলিউডে।
সন্তানের দেখভালের জন্য বলিপাড়া থেকে ইতিমধ্যেই দুরত্ব বাড়তে শুরু করেছে রানীর। গত বছরের ৯ ডিসেম্বর আদিত্য চোপড়া এবং রানি মুখার্জির প্রথম সন্তান আদিরার জন্ম হয়। আদিরা জন্মানোর পর থেকে কার্যত বাইরের জগতের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন রানী।
নিজের ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখারা জন্য মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা মেলে তাঁর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বাইরের জগতের সঙ্গে যেটুকু সম্ভব যোগাযোগ রেখেছেন রানী। বাকি সময় মেয়ে আদিরার পেছনেই কেটে যায় তাঁর।
বরাবরই ছোট বা”চাদের পছন্দ করতেন রানী। সেখানে নিজের মেয়ে জন্মানোর পর থেকে দিনের বেশিরভাগ সময়ই এখন রানী ব্যায় করছেন মেয়ের পেছনে।
আদিরাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তার যতœ নেওয়া সব কিছুই নাকি নিজের হাতে করেন রানী। এমনকি ছোট্ট আদিরার পরিচর্যার জন্য নাকি বাড়িতে কোন পরিচারিকাও রাখেননি তিনি।
চোপড়া পরিবারের ঘনিষ্ঠ মহলের সুত্রে জানা গিয়েছে, আদিরা জন্মানোর পর থেকেই মেয়ের কাছেই অধিকাংশ সময় কাটান রানী। তবে মেয়ে আদিরা একটু বড় হলে বলিউডে রানীর যে কামব্যাক ঘটবে সেই প্রত্যাশায় কিন্ত এখনও তাকিয়ে রয়েছেন রানী ভক্তরা। যদিও কবে রানীকে ফের রুপালি পর্দায় দেখা যাবে তা নিয়ে রানী কিংবা চোপড়া পরিবারের তরফে আগাম কোনও আভাসই দেওয়া হয়নি।