Tue. Sep 16th, 2025
Advertisements

indexখোলা বাজার২৪, শনিবার, ৫ মার্চ ২০১৬ : পিরোজপুরে দলীয় গ্রুপিংয়ের কারণে জেলা বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে। দলের উপর আস্থা হারিয়ে ফেলছে জেলার তৃনমূল নেতা-কর্মীরা । এ  জেলার নেতাদের মাঝে দলীয় কার্যক্রমে সমন্বয়হীনতা রয়েছে। নিজেদের নেতৃত্ব ধরে রাখতে তারা এক একজন একটি করে গ্রুপ করে রেখেছেন। অংশ নিচ্ছে না দলের কোন কার্যক্রমে।যার কারনে পিরোজপুরে বিএনপি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে।
পিরোজপুরের সাতটি উপজেলা রয়েছে, এখানেও ব্যাপক গ্রুপিং।জেলার নেতাদের কারনে উপজেলাগুলোতেও এ গ্রুপিং।তারা তাদের নেতৃত্ব ধরে রাখতে উপজেলাগুলোতেও গ্রুপিং সৃষ্টি করে রেখেছে।
আগামীতে পিরোজপুর জেলায় যে কমিটি দেয়া হবে তা সাবেক ছাত্র নেতাদের নিয়ে গঠন করার জন্য কেন্দ্রিয় কমিটির কাছে অনুরোধ জানান তৃণমুলের নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা। এতে হয়তো পিরোজপুরে বিএনপি সাংঠনিকভাবে শক্তিশালী হবে। আর থাকবে না কোন গ্রুপিং, দল হবে শক্তিশালী। তা না হলে আগামীতে এ জেলায় বিএনপি আরও খতিগ্রস্থ হবে। নেতাদের গ্রুপিংয়ের কারনে অতীতে পিরোজপুরে দলের অনেক ক্ষতি হয়েছে।
এর ধারাবাহিকতায় গত উপজেলা ও পৌরসভা নির্বাচনে পিরোজপুর বিএনপির ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে হয়েছে। বর্তমান ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তৃণমুলের নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা।এরপর যাতে দলের আর কোন ক্ষতি না হয়, সেই জন্য সাবেক ছাত্র নেতাদের নিয়ে পিরোজপুর জেলা কমিটি গঠনের অনুমোদন দেয়া হলে দল সাংঠনিকভাবে জেলায় শক্তিশালী হবে বলে মনে করছেন শুভাকাঙ্খীরা।