Tue. Sep 16th, 2025
Advertisements

13kখোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : ১/১১ নিয়ে বেশি লাফালাফি না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান। বেশী লাফালাফি করলে প্রধানমন্ত্রীও বাদ যাবেন না বলেও মন্তব্য করেন তিনি। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করা হয়।
সেলিমা রহমান বলেন, ‘১/১১ কুশলীবদের বিচার করতে হবে বলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ।আমি তাকে বলতে চাই, তাহলে মঈন-ফখরুদ্দীনের বিচার করছেন না কেন?’ স্বৈরাচার শাসকগোষ্ঠী দেশকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে মন্তব্য করে তিনি বলেন, ‘এ দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।’
গণতন্ত্রের স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ করতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহন করেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা জানি বর্তমান এই অনির্বাচিত সরকার এ নির্বাচনকে সুষ্ঠু হতে দিবে না।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ প্রমুখ।