খোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ৩ বিভাগে শিক্ষক নিয়োগ ও একাডেমিক কাউন্সিলের সভা করাসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের একাংশের শিক্ষকরা।
জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শাপলা ফোরামের একাংশের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে শাপলা ফোরামের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানান শাপলা ফোরামের একাংশের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
তাঁদের দাবিগুলো ছিলো- যে বিভাগগুলোতে সিলেকশন বোর্ড হয়েছে সেগুলো সিন্ডিকেটে আনা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক্সপার্ট নিয়োগ বিভাগের চাহিদা অনুযায়ী করা, আগামী ১১ মার্চ অনুষ্ঠিতব্য সিন্ডিকেটের আগে একাডেমিক কাউন্সিল করা, নতুন তিন বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক নিয়োগ সম্পন্ন করা এবং নির্দিষ্ট সময়ে শিক্ষকদের প্রমোশন নিশ্চিত করা। এসময় একটি কুচক্রীমহলের ষড়যন্ত্রের কারনে দিন দিন বিশ^বিদ্যালয় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে বলে উপস্থিত শিক্ষকরা দাবি করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল কে এম সালেহ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রাশিদ আসকারীসহ শাপলা ফোরামের শিক্ষকরা।