Sat. Sep 20th, 2025
Advertisements

42kখোলা বাজার২৪, সোমবার, ৭ মার্চ ২০১৬ : কলকাতার হাসপাতালে শুয়ে আছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। তিনি গুরুতর অসুস্থ। তাঁকে দেখতে হাসপাতালে ভিড় জমিয়েছেন সহ শিল্পীরা। হুম আপনি ঠিকই পড়ছেন। কিন্তু একেই বলে শুটিং! রিয়েল নয়, এই ঘটনা রিল লাইফের। অরিন্দম শীলের নতুন ছবি ‘ঈগলের চোখ’-এর জন্য শুটিং করছেন নায়িকা। এ দৃশ্য সেই ছবিরই।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্তর ওপর লেখা উপন্যাস ‘ঈগলের চোখ’। যেখানে গোয়েন্দা শবরের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। গল্পের প্রধান চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁর স্ত্রী হিসেবে দেখা যাবে জয়াকে। চরিত্রের নাম শিবাঙ্গী। এ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার।
অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবিটি দিয়ে জয়ার কলকাতার জার্নি শুরু হয়েছিল। এর পর ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’তে প্রশংসিত হয়েছিল জয়ার অভিনয়। এ বার ‘ঈগলের চোখ’। সেখানে তাঁর অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।