Sat. Sep 20th, 2025
Advertisements

16kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : আগামী আগস্টের শেষ দিকে ইরান সফরে আসতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক পত্রিকা ‘নিক্কি’ আজ (সোমবার) এ খবর দিয়েছে। শিনজো অ্যাবে ইরান সফরে এলে তা হবে ৩৮ বছর পর জাপানের কোনো প্রধানমন্ত্রীর প্রথম তেহরান সফর। খবর-রেতে।
দৈনিক নিক্কি জানিয়েছে, আগামী ২৭ ও ২৮ আগস্ট কেনিয়া সফর করবেন অ্যাবে। এর আগে পরে কোনো এক সময় ইরানে আসবেন তিনি। সর্বশেষ ১৯৭৮ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী তাকিও ফুকুদা ইরান সফর করেছিলেন। জাপানের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীরা অ্যাবের সফর সঙ্গী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইরানের বাজারকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করে নিক্কি জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে চাইছেন শিনজো অ্যাবে। তেহরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর ইরান থেকে জাপানের বেশিরভাগ কোম্পানি নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে অথবা ইরানে তাদের কর্মকাণ্ড কমিয়ে এনেছে।