Mon. Sep 22nd, 2025
Advertisements

27kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : পিছু পিছু ছুটছে সাংবাদিকরা। অনবরত ক্লিক। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গর্জে উঠলেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। পুলিশে অভিযোগের হুমকিও দিলেন সাংবাদিকদের।
টিভি পর্দায় সর্বদা হাস্যজ্জ্বল এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে বেশ বাজে সময় কাটাচ্ছেন এখন। রানবির কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর এখনও রানবিরের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তিনি। কারণ কাজের ব্যস্ততার কারণে বাধ্য হয়েই থাকতে হচ্ছিল রানবীর কাপুরের সঙ্গে ভাগ করে নেয়া ফ্লাটটিতে। আর তার মাঝে পাপারাজ্জিদের অত্যচারে অতিষ্ঠ হয়ে আছেন তিনি।
নিজের নতুন ঠিকানার সন্ধানে ৬ মার্চ বান্দ্রায় বের হয়েছিলেন ক্যাট। সঙ্গে ছিল তার ব্যবস্থাপক রেশমা শেঠি। কিন্তু বাড়ি দেখতে বের হয়ে ক্রমাগত সাংবাদিক ও ক্যামেরাপার্সনদের অত্যাচারে বিরক্ত হয়ে এক সময় বের হয়ে এসেছিলেন গাড়ি থেকে। সাংবাদিকদের দিকে অগ্নিদৃষ্টি হেনে বলেছিলেন, আপনারা আমার পিছু নিয়েছেন কেন? এরপর যদি এমন করেন, তাহলে আমি পুলিশের কাছে অভিযোগ করবো।
এরপর অবশ্য সেখানে আর দেরি করেননি তিনি। আবার হনহন করে গাড়িতে বসে ড্রাইভারকে ধমক দিয়ে বলেছিলেন, ‘দ্রুত গাড়ি স্টার্ট দাও।