খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : এক মহাকাশ বিজ্ঞানী দাবি জানিয়েছেন সূর্যের চারদিকে ভিনগ্রহের কিছু ঘুরছে। এ রকমই কিছু চিহ্নিত করেছেন তিনি। ভিনগ্রহীরা পৃথিবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেই সংকেত পাওয়া যাবে। সম্প্রতি এক মহাকাশ বিজ্ঞানী দাবি করেছেন, সূর্য আর সূর্যের আলোকে নিয়ন্ত্রণ করছে ভিনগ্রহী বা অ্যালিয়েনরা!
ভিনগ্রহী বা অ্যালিয়েনদের উপস্থিতি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন গবেষকরা।
একদল গবেষক জানিয়েছেন, ভিনগ্রহীরা এরই মধ্যে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করে থাকতে পারে। আর এ ধরনের যোগাযোগ করা হলে পৃথিবীতে বসেই এর সংকেত পাওয়া যাবে।
মেইল অনলাইন জানিয়েছে, স্কট ওয়ার্নিং নামে এক বিজ্ঞানী কিছু ছবি বিশ্লেষণ করে দেখিয়েছেন সূর্যের আশপাশে কিছু ব¯‘কে দেখা গেছে।
এগুলো অ্যালিয়েনের চিহ্ন। তিনি দাবি করেন, এ অ্যালিয়েনরাই ঠিক করে দিচ্ছে সূর্যের গতিপ্রকৃতি। এমনকি পৃথিবীসহ অন্যান্য গ্রহে কতটুকু সূর্যের আলো যাবে তাও ঠিক করে দিচ্ছে! প্রতিদিন ২৪ ঘণ্টা এসব ব¯‘ সূর্যের চারিদিকে উড়ে বেড়ায় বলে দাবি করেছেন ওয়ার্নিং। ওয়ার্নিং সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ছবিগুলো দেখে ওই ব্যাখ্যা দিয়েছেন।