Tue. Sep 16th, 2025
Advertisements

17kখোলা বাজার২৪, বুধবার, ৯ মার্চ ২০১৬ : পুরান ঢাকার হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নতুন এ প্রকল্পটির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নুর তাপস, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তারিকুল ইসলাম স্বজীব, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর আলম, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর হুমাউন কবির, মহিলা কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী প্রমুখ।
জানা গেছে, আধুনিক ঢাকা বিনির্মাণে বর্জ্য ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে আন্তর্জাতিক মানের এ ডাম্পিং স্টেশন তৈরি করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেন্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় প্রকল্পটি সম্পন্ন করে।