Fri. Sep 19th, 2025
Advertisements

29kখোলা বাজার২৪, বুধবার, ৯ মার্চ ২০১৬ : তেল কেনা বাবদ বকেয়া অর্থ পরিশোধে ভারত ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেছে ইরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি জানিয়েছেন, আগের পাওনা পরিশোধে ভারত ব্যর্থ হয়েছে এবং দিল্লির কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ব্যাংকগুলো আমেরিকার শাস্তিমূলক পদক্ষেপের ভয় করছে।
তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান যখন ইরানের সঙ্গে কাজ শুরু করেছে তখন ভারতের ব্যাংকগুলো অর্থ লেনদেনে তাদের আশংকার কথা জানাচ্ছে। ইসহাক জাহাঙ্গিরি বলেন, “ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও আমরা ভারতের কাছ থেকে পাওনা অর্থ পাই নি।”
ভারতের কাছে তেল বিক্রি বাবদ ইরানের পাওনা রয়েছে প্রায় ৬০০ কোটি ডলার। বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে, পাওনা মিটমাট করার ক্ষেত্রে বৈদেশিক মদ্রার বিনিময় হার নিয়েও ইরান ও ভারতের মধ্যে মতভিন্নতা রয়েছে।
২০১৩ সালের ফেব্র“য়ারিতে তেল বিক্রি বাবদ যখন রুপিতে ভারত বকেয়া অর্থের একটা অংশ পরিশোধ করে তখন এক ডলারের বিপরীতে ৫৫ রুপি ছিল কিন্তু এখন এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৬৭ রুপি। রেডিও তেহরান।