বাংলাদেশে আজ বুধবার সকালে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। ঢাকার স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্যোদয়ের পর থেকেই সূর্যগ্রহণ শুরু হয়। এর সর্বোচ্চ পর্যায় ছিল ৬টা ৩৮ মিনিট ৪৯ সেকেন্ডে এবং সমাপ্ত হয় ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে।
বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র দেশের বিভিন্ন স্থানে সূর্যগ্রহণ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করে। সূর্যগ্রহণ দেখতে ক্যাম্পগুলোতে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাজধানীতে কেন্দ্রীয় সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে মান্ডায় গ্রিন মডেল টাউনে। কেন্দ্রীয় ক্যাম্পটির নেতৃত্ব দেন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো. শাহজাহান মৃধা। সাধারণ মানুষ যাতে নির্বিঘেœ সূর্যগ্রহণ দেখতে পারে এ জন্য ক্যাম্পে করনাডো সোলারস্কোপ, আট ইঞ্চি স্মিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপ ও নিরাপদ সোলার ফিল্টারের ব্যবস্থা করা হয়। এই ক্যাম্প থেকে আংশিক সূর্যগ্রহণের ছবি ও গ্রহণ চলাকালীন তাপমাত্রার হ্রাস বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়। কুসংস্কার দূর করতে গ্রহণ চলাকালীন অনুসন্ধিৎসু চক্রের সদস্যরা খাবার খেয়ে সবাইকে বোঝান, সূর্যগ্রহণের সময় খেলে কিছু হয় না, এটা ভ্রান্ত ধারণা। রাজধানীর বাইরে স্থানীয় অনুসন্ধিৎসু চক্রের উদ্যোগে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় শহরের ট্রাফিক পুলিশ অফিসসংলগ্ন স্থানে, পঞ্চগড়ের বোদা উপজেলার শিমুলতলীর বোদা পল্লী বিদ্যুৎ সংলগ্ন মাঠে, ঝিনাইদহে বীরেশ্রষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে, বরিশাল সদরের মুক্তিযোদ্ধা পার্ক ও ভেগাই হালদার পাবলিক একাডেমিতে। এ ছাড়া অনুসন্ধিৎসু চক্রের রাজশাহী শাখা ও অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অব রুয়েট যৌথভাবে রাজশাহী পদ্মা গার্ডেনে পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করে।
বাংলাদেশ ছাড়াও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার কিছু অংশ, হাওয়াই, আলাস্কা থেকে। আর ইন্দোশিয়ার কিছু দ্বীপ থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। ২১১৪ সালের ৩ জুনের আগে বাংলাদেশ থেকে কোনো পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরছে, একই সঙ্গে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। সূর্য ও পৃথিবীকে নিয়ে একটি তল কল্পনা করলে চাঁদ সাধারণত সেই তলে পৃথিবীর চারদিকে ঘোরে না। কিন্তু কোনো কোনো সময়ে (অমাবস্যার সময়) পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ সেই তলে একই সরল রেখায় চলে আসে। সূর্য চাঁদের আড়ালে চলে যায় এবং চাঁদের সংকীর্ণ ছায়া তখন পৃথিবীর বুকে ভ্রমণ করে। সেই ছায়া যেসব জায়গার ওপর দিয়ে যায় সেখান থেকে মনে হয় সূর্য ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। ছায়ার কেন্দ্রে যেসব অঞ্চল পড়বে সেখান থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। আর কেন্দ্রের বাইরে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।