Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : নতুন একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছে ফেসবুক। এটা এমন এক অভিধান হবে যেখানে সোশাল মিডিয়ায় ব্যবহারযোগ্য যাবতীয় অপভাষা বা স্ল্যাঙ লিপিবদ্ধ করা হবে। মূলত সফটওয়্যারটি ফেসবুকের নানা পোস্ট ও কমেন্টে ব্যবহৃত গালি বা অপভাষাগুলো স্ক্যান করবে এবং তা টুকে নেবে।
এসব শব্দ নির্বাচন করে ফেসবুক নিশ্চিত হবে এগুলো এক দল মানুষের মধ্যে কোনো অর্থ রাখে কিনা। তাহলেই শব্দটি গ্রহণযোগ্য হবে। অভিধানের পেটেন্ট করার সময় বলা হয়, এ জাতীয় শব্দের যেগুলো বেশ কয়েকবার ব্যবহার হয়েছে সেগুলো নিশ্চয়ই বেশ প্রচলিত। এ ছাড়া ভাষা এবং স্থানের তথ্যও সংগ্রহ করা হবে।
আবার যদি অভিধান কোনো শব্দের উৎস বা ব্যাখ্যা সংক্রান্ত তথ্য না মেলে তবে তা পরিভাষা হিসাবে বিশেষ অংশে স্থান পারে। এ অংশ থেকে কোনো শব্দ যদি জনপ্রিয়তা লাভ করে তবে তা মূল অংশে সরিয়ে ফেলা হবে। বলা হচ্ছে, এতে এমন ব্যবস্থা থাকাবে যার মাধ্যমে ব্যবহারকারীরা অভিযানে কোনো শব্দ যোগ, বিয়োগ এবং এডিট করতে পারবেন। পরিভাষা হয়তো এমন এক অংশ হবে যা কখনোই বানাবে না ফেসবুক।