Thu. Sep 18th, 2025
Advertisements

12kখোলা বাজার২৪, শুক্রবার, ১১ মার্চ ২০১৬ : নারীরা গাধা কিংবা বাঁদর! আপনি এমনটা নিশ্চয়ই মনে করেন না। কিন্তু নারীদের গাধা, বাঁদর মনে করেন ইরানের সাংসদ নাদের কাজিপোর। না, বানিয়ে বলা অথবা হলুদ সাংবাদিকতা নয়। একজন সাংসদ এমনটা বলতে পারেন? নারী পুরুষ সবার ভোট নিয়েই তো জনপ্রতিনিধি হয়ে সংসদে পা রেখেছেন ইরানের সাংসদ নাদের কাজিপোর। নারীদের নিয়ে এমন বিদ্রূপের কী কোনো প্রমাণ আছে, এই প্রশ্নটা দানা বেধে থাকলে, নিঃসন্দেহে সন্দেহ দূর করে ফেলুন।
ভোটে জেতার পর বিজয়ী ভাষণে নারীদের উদ্দেশে এমন বিদ্রূপ করে বিতর্কে জড়িয়ে পড়েছেন ইরানের উর্মিয়া শহরের সাংসদ নাদের কাজিপোর। তাঁর এই বিতর্কিত বক্তব্যের পর বিদ্রূপের মুখে পড়েছেন সাংসদ কাজিপোর।