Thu. Sep 18th, 2025
Advertisements

25kখোলা বাজার২৪, শুক্রবার, ১১ মার্চ ২০১৬ : দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বর্তমান সরকার দেশকে একেবারে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে জাসাস আয়োজিত তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। দেশকে ধ্বংস করেই তারা বিদায় হবে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশে মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই। এমনকি দেশে আজ শিশুরাও নিরাপদ নয়।’